কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষি বিভাগের বিনামূল্যে বিতরণকৃত ইরিবোরো ধানের বীজ না গজার কারণে শতাধিক কৃষকের হাত উঠেছে মাথায়। উচ্চ ফলনশীল জাতের ইরি-বোরো ধানবীজগুলো সরবরাহ করেছিল ব্যাবিলন ২ কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান। কৃষি অফিসের মাধ্যমে এগুলো উপজেলার প্রান্তিক চাষিদের মাঝে প্রণোদনায় বিতরণ...